বাংলাদেশের সাংবিধানিক নাম নতুন করে ভাবা উচিত : সাইয়েদ আব্দুল্লাহ

3 months ago 47

বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী থাকা উচিত না। স্বাধীন দেশে ‘প্রজা’ শব্দটা কেন থাকবে। প্রজা মানেই তো বোঝা যায় এখানে রাজা কেউ আছেন। কিন্তু এই দেশের মালিক তো জনগণ। সুতরাং গণপ্রজাতন্ত্রী এই নামটা ভুল। বাংলাদেশের নাম নতুনভাবে ভাবা উচিত। 

বাংলাদেশ থাকবে কিন্তু তার সঙ্গে গণপ্রজাতন্ত্রী থাকা উচিত না। সেটা এমনভাবে থাকা উচিত যাতে রাজা- প্রজার মতো সম্পর্কটা না থাকে। 

কালবেলাকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ। 

তিনি বলেন, সংবিধান অবশ্যই সংস্কারের দরকার আছে। এখন একটা অনির্বাচিত সরকার কতদূর কাজ করতে পারবে সেটা প্রশ্ন সাপেক্ষ্য ব্যাপার। কিন্ত সংবিধান যে জায়গাতে ছিল, সে জায়গাতে অনেক সংস্কারের জায়গা আছে। বাংলাদেশের যে চারটা মূলনীতি আছে সেটা অনেক বেশি সুবিবেচনা করে করা হয়েছে বলে মনে হয় না। কারণ সেখানে মুক্তিযুদ্ধের স্পিরিটটা যেমন রাখা উচিত, তেমনি অন্য বিষয়গুলো নিয়ে কাজটা করা উচিত। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি ১৯৯০-এর স্পিরিট এবং ২০২৪ সালের স্পিরিট কালেক্টিভ যে জন আকাঙ্ক্ষা সেই ব্যাপারটা থাকা উচিত। 

প্রধানমন্ত্রী এবং গণতন্ত্র  নিয়ে সাইয়েদ আব্দুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী হিসেবে কোনো ব্যক্তির দুবারের বেশি থাকা উচিত না। দলের প্রধান এবং সরকারের প্রধান এক ব্যক্তি হওয়া উচিত না। একই সঙ্গে প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরেও গণতন্ত্র থাকা উচিত।

Read Entire Article