রাওয়ালপিন্ডির উইকেট রহস্য, বৃষ্টি কি বদলে দেবে বাংলদেশের সমীকরণ?

3 hours ago 4
কেমন হবে রাওয়ালপিন্ডির পিচ? আদৌ কি দেখা যাবে পুরো ৫০ ওভার? বৃষ্টি কি বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে? এসব প্রশ্নের উত্তর মিলবে আর কিছুক্ষণ পর, যখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশের জন্য ম্যাচটি বাঁচা-মরার লড়াই। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারায় গ্রুপ পর্বের সমীকরণ কঠিন হয়ে গেছে। অন্যদিকে, পাকিস্তানকে ৬০ রানে হারিয়ে আত্মবিশ্বাসের চূড়ায় নিউজিল্যান্ড। এখন প্রশ্ন একটাই—রাওয়ালপিন্ডির উইকেট ও আবহাওয়া কোন দলের পক্ষে থাকবে? রাওয়ালপিন্ডির পিচ রিপোর্ট: ব্যাটিং স্বর্গ, না বোলারদের রাজত্ব? ইতিহাস বলছে, রাওয়ালপিন্ডির উইকেট সাধারণত ব্যাটারদের জন্য সহায়ক, তবে নতুন বলে পেসাররা সুবিধা পেতে পারেন। ম্যাচের শুরুর দিকে উইকেটে কিছুটা আর্দ্রতা থাকলে সুইং দেখা যেতে পারে, কিন্তু একবার সেট হয়ে গেলে ব্যাটারদের জন্য রান তোলার জন্য আদর্শ পরিবেশ পাবেন। নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার এই উইকেট সম্পর্কে বলেন, ‘আমরা কিছু পরিকল্পনা সাজিয়েছি, তবে উইকেট কীভাবে আচরণ করবে তা দেখতে হবে। যদি পিচ ফ্ল্যাট থাকে, তাহলে করাচির মতোই ভালো লেংথে বোলিং করতে হবে।’ অর্থাৎ, ম্যাচের শুরুতে পেসারদের দাপট থাকলেও সময়ের সঙ্গে ব্যাটারদের জন্য শট খেলা সহজ হয়ে যেতে পারে। ফলে প্রথম ১০ ওভারে দুই দলই উইকেট ধরে রেখে বড় সংগ্রহের দিকে নজর দেবে। রাওয়ালপিন্ডির আবহাওয়া: খেলা কি কমে আসবে? বড় ম্যাচের আগে সবচেয়ে বড় দুশ্চিন্তা বৃষ্টি। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, সোমবার রাওয়ালপিন্ডিতে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে পুরো ম্যাচ ভেসে যাওয়ার আশঙ্কা কম। তাপমাত্রা ২০ ডিগ্রির আশপাশে থাকবে, যা খেলার জন্য আদর্শ, তবে বাতাসের আর্দ্রতা পেসারদের জন্য সহায়ক হতে পারে। যদি বৃষ্টি হয় এবং ম্যাচের দৈর্ঘ্য কমে যায়, তাহলে টস হয়ে উঠতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। পরে ব্যাটিং করা দল বৃষ্টি আইনের (ডার্কওয়ার্থ) সুবিধা নিতে পারে, যেমনটা আগেও বহুবার দেখা গেছে। কার দিকে ঝুঁকছে পিচ ও আবহাওয়া? উইকেট বলছে, প্রথম ১০ ওভারে ফাস্ট বোলাররা রাজত্ব করতে পারেন, এরপর ব্যাটসম্যানদের জন্য সহজ হবে রান করা। তবে ম্যাচের আসল নাটক গড়াতে পারে আকাশের উপরে। যদি বৃষ্টি হয়, তাহলে ম্যাচ ছোট হয়ে গেলে নিউজিল্যান্ডের আগ্রাসী ব্যাটিং লাইনআপ বাড়তি সুবিধা পাবে। বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হবে শুরুতে ভালো বোলিং করা এবং নিউজিল্যান্ডের বড় স্কোর তোলার পরিকল্পনা ভেস্তে দেওয়া। আর যদি ম্যাচ সংক্ষিপ্ত হয়, তাহলে ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে পাওয়ার-হিটিং বাড়ানো হতে পারে তাদের কৌশল। বৃষ্টি, উইকেট ও দলীয় কৌশল—সব মিলিয়ে এক রোমাঞ্চকর ম্যাচ অপেক্ষা করছে রাওয়ালপিন্ডিতে!
Read Entire Article