বাংলাদেশের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন ভারত

5 hours ago 6

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে এসে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। ভারতের কাছে হেরে গেলো বাংলাদেশের মেয়েরা।

মালয়েশিয়ার কোয়ালালামপুরে বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ১১৮ রানের। ১৮.৩ ওভারে ৭৬ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের মেয়েরা।

ফাইনালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ৭ উইকেটে ১১৭ রানে থামে ভারতের ইনিংস।

ইনিংসের পঞ্চম ওভারে জোড়া আঘাত হানেন ফারজানা ইয়াসমিন। ডানহাতি এ পেসার তিন বলের মধ্যে ফেরান কামালিনি (৫) আর সানিকা চালকেকে (০)।

গনগাডি তৃষা আর অধিনায়ক নিকি প্রসাদ অনেকটা সময় উইকেট ধরে রাখেন। অবশেষে ১২তম ওভারে এসে ভারতীয় অধিনায়ককে (১২) বোল্ড করেন হাবিবা ইসলাম। এরপর ইশওয়ারি আওসারেকে (৫) স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন নিশিতা আক্তার নিশি।

একটা প্রান্ত ধরে লড়াই চালিয়ে যাচ্ছিলেন তৃষা। ভারতীয় এই ওপেনার ফিফটি হাঁকান। এরপরই যেন ধৈর্য হারিয়ে ফেলেন। তার উইকেটটি তুলে নেন দুর্দান্ত বোলিং করা ফারজানাই। ৪৭ বলে ৫২ রানের ইনিংসে ৫টি চার আর ২টি ছক্কা হাঁকান এই ব্যাটার।

৮৪ রানে ৫ উইকেট হারায় ভারত। সেখান থেকে মিথিলা বিনোদ আর আয়ুশি শুক্লা দলকে একশ পার করে দেন। শুক্লা ১০ আর বিনোদ করেন ১৭ রান। ৭ উইকেটে ১১৭ রানে থামে ভারত।

ফারজানা ইয়াসমিন ৪ ওভারে ৩১ রানে একাই নেন ৪টি উইকেট। ২ উইকেট শিকার নিশিতা নিশির।

বিস্তারিত আসছে...

এমএমআর/এমএস

Read Entire Article