বাংলাবান্ধা দিয়ে এলো ১০০ টন আতপ চাল

1 month ago 15

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১০০ টন আতপ চাল আমদানি হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে চাল আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ।

বন্দর সূত্র জানায়, বাংলাবান্দা স্থলবন্দর দিয়ে ভারত থেকে চারটি পণ্যবাহী ট্রাকে ১০০ টন আতপ চাল আমদানি হয়েছে। আল আমিন এন্টারপ্রাইজের মাধ্যমে পহর ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান এসব চাল আমদানি করে। পাথরের ওপর নির্ভরশীল এ বন্দর দিয়ে সাধারণত চাল আমদানি করা হয় না। তবে সরকারের অনুমতি সাপেক্ষে দুই বছর আগে চাল আমদানি হয়েছিল বলেও জানান তিনি।

বাংলাবান্ধা স্থলবন্দর উদ্ভিদ ও সংগনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপপরিচালক নুর হাসান বলেন, আমদানি করা চালগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। মানসম্মত ও খাওয়ার উপযোগী হিসেবে রিপোর্ট প্রদানের পর চাল খালাস করা হয়।

সফিকুল আলম/আরএইচ/জেআইএম

Read Entire Article