বাউন্ডারি মারার পর তরুণ ক্রিকেটারের মৃত্যু

2 hours ago 4
ভারতের মহারাষ্ট্রের ছত্রপতি সাম্ভাজীনগর জেলার গারওয়ার ক্রিকেট স্টেডিয়ামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। মহারাষ্ট্রে ঘরোয়া টি-টোয়েন্টি আসরে লাকি বিল্ডার্স ও ডেভেলপার্স বনাম ইয়ং ইলেভেনের ম্যাচ চলাকালীন লাকি বিল্ডার্সের অধিনায়ক ইমরান সিকান্দার প্যাটেল হার্ট অ্যাটাকে মারা যান। ম্যাচের ষষ্ঠ ওভারে দুইটি চমৎকার বাউন্ডারি হাঁকানোর পর প্যাটেল হঠাৎ অসুস্থ বোধ করেন। তিনি আম্পায়ারকে জানান, ‘আমার গলায় এবং হাতে ব্যথা হচ্ছে। আমি বাইরে গিয়ে ওষুধ খেয়ে আসছি।’ তাকে অবিলম্বে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। মাঠ থেকে বেরোনোর কিছুক্ষণ পরই প্যাটেল বাউন্ডারি লাইনের কাছে মাটিতে লুটিয়ে পড়েন। সতীর্থরা দ্রুত তাকে সাহায্য করতে এগিয়ে আসেন এবং কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইমরান প্যাটেল ছত্রপতি সাম্ভাজীনগরের একজন প্রতিভাবান তরুণ ক্রিকেটার ছিলেন। ম্যাচের শেষ বলে চমৎকার একটি বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয় এনে দেওয়ার পর তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হলেও কয়েক মিনিটের মধ্যেই তার মৃত্যু ঘটে। এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় ক্রিকেটমহল শোকাহত। ইমরান প্যাটেলের অকালমৃত্যু শুধু তার দল নয়, ভারতের পুরো ক্রীড়া জগতের জন্যই বড় ক্ষতি।
Read Entire Article