বাকৃবিতে বেগম খালেদা জিয়ার জীবন ও অবদান নিয়ে প্রদর্শনী

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক অবদান তুলে ধরতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) একটি তথ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিএনপিপন্থী শিক্ষক সংগঠন সোনালী দলের উদ্যোগে বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন করিডোরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. আলী রেজা ফারুকের সভাপতিত্বে এবং আয়োজক কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. শরীফ-আর-রাফীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকসহ বিভিন্ন শিক্ষক নেতৃবৃন্দ। প্রদর্শনীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা, দেশ ও জনগণের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়সমূহ আলোকচিত্র ও তথ্যচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা প্রদর্শনী পরিদর্শন করেন। আয়োজকরা জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নি

বাকৃবিতে বেগম খালেদা জিয়ার জীবন ও অবদান নিয়ে প্রদর্শনী

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক অবদান তুলে ধরতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) একটি তথ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বিএনপিপন্থী শিক্ষক সংগঠন সোনালী দলের উদ্যোগে বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন করিডোরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. আলী রেজা ফারুকের সভাপতিত্বে এবং আয়োজক কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. শরীফ-আর-রাফীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকসহ বিভিন্ন শিক্ষক নেতৃবৃন্দ।

প্রদর্শনীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা, দেশ ও জনগণের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়সমূহ আলোকচিত্র ও তথ্যচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা প্রদর্শনী পরিদর্শন করেন।

আয়োজকরা জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এ বিশেষ আয়োজন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow