বাকৃবিতে শিবিরের সভাপতি ফকরুল ও সেক্রেটারি ত্বোহা

17 hours ago 4
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সালের জন্যে সভাপতি ও সেক্রেটারি নির্বাচন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (০৮ জানুয়ারি) বিষয়টি জানিয়েছেন নব নির্বাচিত সভাপতি ফকরুল ইসলাম। রোববার (০৫ জানুয়ারি) সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত করা হয়।  ফকরুল ইসলাম বলেন, কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত ভোটগ্রহণে তিনি সর্বাধিক ভোটপ্রাপ্ত হন। ফলাফল ঘোষণার পর শপথ পাঠ করান কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। নবনির্বাচিত সভাপতি ফখরুল ইসলাম ও সদস্যদের পরামর্শের ভিত্তিতে শাখা সেক্রেটারি হিসেবে আবু নাসির ত্বোহাকে মনোনীত করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে ত্বোহার নাম ঘোষণা করা হয়। এ সময় ২০২৫ সালের জন্য নতুন নেতৃত্ব বাকৃবি শাখাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।
Read Entire Article