বাগদান সারলেন টেইলর সুইফট
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পপসংগীত তারকা টেইলর সুইফট ও আমেরিকান ফুটবলার ট্রাভিস কেলস বাগদান সম্পন্ন করেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে সুইফট নিজেই এ সুখবরটি জানান সবাইকে।
পোস্টে তিনি মজার ছলে লেখেন, ‘তোমার ইংরেজি শিক্ষিকা আর তোমার জিম শিক্ষকের বিয়ে হচ্ছে।’ সঙ্গে ছিল কয়েকটি ছবি, যেখানে দেখা যায়, কেলস হাঁটু গেড়ে বসে সুইফটকে প্রপোজ করছেন। ছবিতে সুইফটের হাতে হীরার একটি আংটিও স্পষ্ট দেখা গেছে।