সৌম্যদের অধিনায়কের দায়িত্ব পেলেন মোহাম্মদ মিঠুন

7 hours ago 2
গত বছর প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। সিলেটের মাটিতে অনুষ্ঠিত হওয়া সেই টুর্নামেন্টে বেশ ভালো সাড়া পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার শুরু হতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর।  জানা গেছে, আগামী ১৫ ‍সেপ্টেম্বর মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। এবারের আসর হবে তিন ভেন্যুতে। এনসিএল টি-টোয়েন্টির পর চারদিনের এনসিএল মাঠে গড়াবে। টি-টোয়েন্টির এই টুর্নামেন্ট শুরুর আগে আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট।  এনসিএল টি-টোয়েন্টিকে সামনে রেখে ইতোমধ্যে খেলোয়াড় গোছানোর কাজ শুরু করে দিয়েছে সব বিভাগই। খুলনা বিভাগও তাদের কাজ শুরু করে দিয়েছে। গতবার দলটির অধিনায়কের দায়িত্ব পালন করা নুরুল হাসান সোহান জাতীয় দলের দায়িত্ব থাকায় খেলতে পারবেন না।  বিসিবি সূত্রে জানা গেছে, খুলনা বিভাগের অধিনায়কের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মিঠুন। এনামুল হক বিজয়, সৌম্য সরকার, জিয়াউর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মোহাম্মদ হালিম এবং শেখ পারভেজ জীবনদেরও খুলনার হয়ে খেলার কথা রয়েছে। 
Read Entire Article