বাঘের মাথায় তাল

2 months ago 36
এক ছিল বাঘ, তার নাম ছিল বাক্কু। বাক্কু বাঘ ছিল খুবই চঞ্চল, সারাদিন মজা-মাস্তি করতেই পছন্দ করত। কিন্তু তার ছিল এক অদ্ভুত অভ্যাস- সবসময় মাথায় কিছু না কিছু রাখতে চাইত। কেউ তাকে নিয়ে হাসাহাসি করলেই বাক্কু গর্জন দিয়ে বলত, এই, হেসো না! মাথায় কিছু না থাকলে কি আমি ঠিকঠাক বাঘ দেখাই? একদিন, বাক্কু বাঘ জঙ্গলের মধ্যে হাঁটছিল। হঠাৎ, একটা তালগাছের নিচে সে দাঁড়াল। ওপর থেকে একটা পাকা তাল খসে পড়ল আর সোজা বাক্কুর মাথায় পড়ল! তালটা এতটাই ভারী ছিল যে বাক্কু কেমন যেন টলমল করে দাঁড়াল। মাথায় তাল নিয়ে বাক্কু খুব খুশি হলো। সে ভাবল, এবার আমার মাথায় এমন কিছু আছে যেটা সবাই দেখবে আর বলবে-ওরে, কী দারুণ
Read Entire Article