বাঙালি নদীতে গোসলে নেমে গৃহবধূ নিখোঁজ

1 month ago 12

বগুড়ার ধুনটে বাড়ির পাশে বাঙালি নদীতে গোসল করতে নেমে আয়েশা খাতুন (২০) নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টায় বাঙালি নদীর বিলচাপড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ আয়েশা খাতুন উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী দক্ষিণপাড়ার আবু বক্কারের স্ত্রী।

থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আবু বক্কার-আয়েশা দম্পতির বাড়ি বিলচাপড়ী দক্ষিণপাড়া এলাকায় বাঙালি নদীর তীরে। সোমবার ভোর ৬টায় বাড়ি থেকে বের হয়ে বাঙালি নদীত একা গোসল করতে নামেন আয়েশা খাতুন। প্রায় এক ঘণ্টা পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফিরে যাননি। এসময় তাকে খোঁজার জন্য নদীর তীরে যান আবু বক্কার। কিন্তু আয়েশাকে পাওয়া না গেলেও তার পায়ের এক জোড়া স্যান্ডেল নদীর তীরে পড়ে থাকতে দেখা যায়। স্ত্রীকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসে খবর দেন আবু বক্কার। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নদীতে তল্লাশি চালায়। তবে আয়েশা খাতুনকে খুঁজে পাওয়া যায়নি।

ধুনট ফায়ার সার্ভিসের দলনেতা হামিদুল ইসলাম বলেন, ডুবুরিরা নিখোঁজ গৃহবধূর সন্ধান পাননি। এজন্য উদ্ধার তৎপরতা বন্ধ করে তারা কার্যালয়ে ফিরে গেছেন।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, গৃহবধূর নিখোঁজ হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এসআর/এমএস

Read Entire Article