বাজার থেকে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজার

3 months ago 32

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাজার থেকে বাড়ি ফেরার পথে পাথর বোঝাই ট্রাকের চাপায় সঞ্জয় চন্দ্র রায় (১৪) এবং অনিক চন্দ্র রায়(১৩) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। সঞ্জয় এবং অনিক সম্পর্কে চাচা-ভাতিজা হন।

বৃহস্পতিবার (৮ মে) রাত আটটায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট বাজার সংলগ্ন চার তালার মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়।

সঞ্জয় চন্দ্র রায় দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ভুল্লী পাড়া এলাকার রাজকুমারের ছেলে এবং অনিক চন্দ্র রায় একই এলাকার অতুল বর্মনের ছেলে। সঞ্জয় চন্দ্র রায় শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং অনিক চন্দ্র রায় লক্ষীরহাটের একটি ওয়েলডিং এর দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সঞ্জয় চন্দ্র রায় বাজার খরচ করার উদ্দেশ্যে বাড়ি থেকে লক্ষীরহাটে যায়। সেখানে খরচ করে তার সমবয়সি চাচা অনিক চন্দ্র রায়সহ বাইসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে লক্ষীরহাট চার তলার মোড় নামক স্থানে পঞ্চগড় থেকে একটি পাথর বোঝাই ট্রাক সঞ্জয়দের পিছন থেকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সঞ্জয় এবং অনিক। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

এদিকে স্থানীয়রা ঘাতক ট্রাক, ট্রাকের চালক ও সহকারীকে আটক করে রাখে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাড়ির চালক মো. আব্দুল হালিম (৬০) এবং হেলপার মো. জাহিদ হাসান (২৫) কে আটক করে। এসময় পাথর বোঝাই ঘাতক ট্রাকটিও আটক করা হয়।

আটক মো. আব্দুল হালিম ঢাকা আমিন বাজার এলাকার বড়দেশী এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে এবং মো. জাহিদ হাসান রংপুরের মিঠাপুকুর উপজেলার কালীগঞ্জ এলাকার মো. জহুরুল ইসলামের ছেলে।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা কালবেলাকে বলেন, ট্রাক চাপায় দুইজন কিশোরের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাক, ট্রাকের চালক এবং সহকারীকে আটক করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Read Entire Article