বাজারে এলো ডায়াবেটিস ও স্থূলতা নিয়ন্ত্রণে নতুন ওষুধ

4 hours ago 4

ডায়াবেটিস ও স্থূলতা নিয়ন্ত্রণে সুখবর দিয়েছে ভারতীয় ওষুধ প্রস্তুতকারী কোম্পানি বায়োকন। কোম্পানিটি জানিয়েছে, ডায়াবেটিস ও স্থূলতা নিয়ন্ত্রণে নতুন ওষুধ এনেছে তারা। আজ থেকেই ওষুধটি বাজারে পাওয়া যাবে। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

কোম্পানি জানিয়েছে, যুক্তরাজ্যে ডায়াবেটিস এবং ওবেসিটি ম্যানেজমেন্টের জন্য নতুন ওষুধ এনেছে তারা। দেশটিতে ডায়াবেটিসের জন্য লিরাগ্লুটাইড বায়োকন এবং ক্রনিক ওজন ব্যবস্থাপনার জন্য বায়োলিড নামের ওষুধ বাজারজাত করা হয়েছে। চলতি বছরের শুরুতে যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি এ ওষুধের অনুমোদন দিয়েছে। 

বায়োকনের সিইও এবং এমডি সিদ্ধার্থ মিত্তাল বলেছেন, সময়মতো এই পণ্য চালু করা স্বাস্থ্যসেবা প্রদানকারী এবং রোগীদের এই ওষুধটিতে সাশ্রয়ী মূল্যে সরবরাহ করা হবে এবং ওষুধটি খুবই কার্যকর ভূমিকা রাখতে পারবে।

তিনি জানান, কোম্পানিটি জেনেরিক লিরাগ্লুটাইডের প্রসারকে অন্যান্য ইউরোপীয় বাজার, যুক্তরাষ্ট্র এবং নির্বাচিত ভৌগোলিক অঞ্চলে নিয়ে যাওয়ার দিকে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্লুকাগন-লাইক পেপটাইড-১ ওষুধ যা রক্তে শর্করার মাত্রা কমাতে এবং ওজন কমাতে সাহায্য করে। লিরাগ্লুটাইড হল পেপটাইডের একটি সিন্থেটিক অ্যানালগ এবং এটি দিনে একবার ইনজেকশন হিসেবে প্রয়োগ করা হয়।
 

Read Entire Article