বাজারে যথেষ্ট সয়াবিন তেল আছে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

2 weeks ago 10

বাজারে যথেষ্ট সয়াবিন তেল আছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (৮ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময় প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

খোলাবাজারে সয়াবিন তেল না পাওয়ার কারণ জানতে চাইলে শফিকুল আলম বলেন, বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে। তারা পুরোপুরি জানাবে। কিন্তু আমরা মনে করছি না বাজারে সয়াবিন তেলের কোনো সংকট আছে। বাজারে যথেষ্ট সয়াবিন তেল আছে।

তিনি আরও বলেন, সামনের রমজানে সরবরাহের সংকট যেন না হয় সেজন্য সরকার এলসি সহজ করেছে, আন্তর্জাতিক বাজারদর মনিটরিং করছি। আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে রোজার সময় মানুষ যেন সয়াবিন ও পাম অয়েল সাশ্রয়ীমূল্যে পান।

এমওএস/ইএ/জেআইএম

Read Entire Article