বাজি ফোটানোকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবক খুন

1 day ago 15

যশোর সদর উপজেলা নোয়াপাড়া ইউনিয়নের পাগলা দহ গ্রামে ঈদের দিন বাজি ফোটানোকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে অলিদ হোসেন (১৮) নামে এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন।

সোমবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে পাগলা তোহা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

নিহত অনিক ওই এলাকার হৃদয় হাসানের ছেলে। আহতরা হলেন- একই এলাকার বহর আলীর ছেলে আরিফ হোসেন (১৭), লুৎফর মোল্লা ছেলে রিপন হোসেন (৪০) ও তার ছেলে আপন (১৭) এবং সাইদের ছেলে শামীম হোসেন (১৭)।

সূত্র জানায়, হতাহতরা ঈদের দিন রাত ৮টার দিকে পাগলা তোহা গ্রামে পটকাবাজি ফাঠাচ্ছিলেন। এসময় তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। নিজেদের মধ্যেও ছুরিকাঘাতে তারা আহত হন। পরে স্থানীয় তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার অলিদকে মৃত ঘোষণা করেন। বাকিরা হাসপাতালে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত খান কালবেলাকে বলেন, বাজি ফোটানোকে কেন্দ্র করে অলিদ হোসেন নামে একজন নিহত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আরিফ নামে আরেকজনকে খুলনা মেডিকেল কলেজে রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। এ ঘটনার পর পুলিশ জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Read Entire Article