বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের

3 months ago 8

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদের চর থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সোহাগ মিয়া (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় তার সঙ্গে থাকা দুটি গরুও মারা গেছে।

শনিবার (৩১ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ মিয়া একই গ্রামের মো. হযরত আলীর ছেলে। তিনি গরু লালন-পালনসহ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহত সোহাগ মিয়ার চাচা লামকাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন।

তিনি বলেন, প্রতিদিনের মতো ব্রহ্মপুত্র নদের চরে গরুকে ঘাস খাওয়াতে গিয়েছিলেন সোহাগ মিয়া। দুপুর দেড়টার দিকে একটি গাভী ও একটি বকনা বাছুর নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় গুঁড়িগুঁড়ি বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সোহাগসহ সঙ্গে থাকা দুই গরু।

এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, বজ্রপাতে কৃষক সোহাগসহ একটি গাভী ও একটি বকনা বাছুর মারা গেছে বলে জানতে পেরেছি। থানায় অপমৃত্যুর মামলা হবে।

কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/জেআইএম

Read Entire Article