বাড়ির পাশের পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

2 months ago 6
চাঁদপুরের হাইমচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল ৯টার দিকে উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর বগুলা গ্রামে এ ঘটনা ঘটে।  মৃত শিশুরা হলো ওই গ্রামের হারুনুর রশিদ হাওলাদারের ছেলে ইব্রাহিম (৪) এবং মেয়ে ফয়জিয়া (২)। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের অগোচরে ইব্রাহিম ও ফয়জিয়া বাড়ির উঠানে খেলা করছিল। খেলতে খেলতে তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে দ্রুত হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিটের দিকে তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাইমচর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত কার্যক্রম গ্রহণ করে।  হাইমচর থানার ওসি (তদন্ত) শাহ আলম জানান, নিহত দুই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Read Entire Article