বাণিজ্য মেলায় যমুনা ইলেকট্রনিক্স দিয়েছে আকর্ষণীয় অফার

5 days ago 6
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস ক্রেতাদের দিচ্ছে আকর্ষণীয় সব অফার। এ সব অফার পেতে সপ্তাহের ছুটির দিনসহ অন্যান্য দিনেও যমুনার প্রিমিয়ার প্যাভিলিয়নে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। আকর্ষণীয় ডিজাইন, কালার আর অত্যাধুনিক প্রযুক্তির হোম অ্যাপ্লায়েন্সের পসরা সাজিয়েছে যমুনা ইলেকট্রনিক্স। বাণিজ্য মেলায় যমুনার পণ্য “কিনলেন তো জিতলেন”! যমুনা রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ, এসি, স্মার্ট এলইডি টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার, গ্যাস স্টোভসহ অন্যান্য হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স এবং মোটরসাইকেল কিনলে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত নগদ ছাড় রয়েছে। এ ছাড়াও ৫ হাজার টাকার পণ্য কিনলেই একটি ইলেকট্রিক কেটলি বা ইলেকট্রিক আয়রণ ফ্রি পাচ্ছেন। ক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে যমুনা ইলেকট্রনিক্স নতুন মিরর গ্লাস রেফ্রিজারেটর, ডাবল ডোর, টি ডোর, ক্রসড ডোর, হ্যান্ডেল রেফ্রিজারেটর, বেভারেজ কুলার, এআই ইনভার্টার টেকনোলজির এসি, বিএলডিসি প্রযুক্তির সিলিং ফ্যানসহ অনেক নতুন পণ্য নিয়ে এসেছে, যা ইতোমধ্যে ক্রেতাদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে। যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস-এর মার্কেটিং ডিরেক্টর জনাব সেলিম উল্যা সেলিম বলেন, যমুনা ইলেকট্রনিক্স-এর পণ্য দেশের কোটি মানুষের হৃদয় জয় করে বিশ্ববাজারে তার স্থান করে নিয়েছে। শিল্পখাতে পাঁচ দশকের গৌরবময় অভিজ্ঞতার আলোকে যমুনা গ্রুপ দেশেই তৈরি করছে বিশ্বমানের ইলেকট্রনিক্স পণ্য। মেলায় যমুনার পণ্যের প্রতি ক্রেতাদের বিপুল আগ্রহ আমাদেরকে উৎসাহিত করছে। ক্রেতাদের কাছে গুণগত মানের সর্বোৎকৃষ্ট পণ্যটি ন্যায্য দামে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। আগামী ৩১ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত মেলায় আগত ক্রেতারা যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস-এর পণ্য কিনে আকর্ষণীয় সব অফার ও ছাড়ের সুযোগ গ্রহণ করতে পারবেন।
Read Entire Article