গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা খান মোহাম্মদ মোস্তাক নাসিরের (৫০) মরদেহ বাথরুম থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা অফিসার্স কোয়ার্টারের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পলাশবাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা খান মোহাম্মদ মোস্তাক নাসির পরিষদের অফিসার্স কোয়াটারে একাই থাকতেন। সকালে পাশের রুমের এক কর্মকর্তা তাকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকদের জানান। পরে অনেক সময় ধরে ডাকাডাকির পরও কোনো সাড়া শব্দ না পেয়ে এক পর্যায়ে দরজার লক ভেঙে ভেতরে ঢুকে বাথরুমে তার মরদেহ দেখতে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
রাতের কোনো এক সময়ে স্ট্রোকজনিত কারণে বাথরুমেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পলিশ।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভু্ট্টু বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম বলেন, মৃত্যুর বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে।
এ এইচ শামীম/এএইচ/জিকেএস