৪৩তম বিসিএসে নিয়োগ থেকে নতুন করে বাদ পড়া ১৬৮ জনের মধ্যে ৭১ জন সংখ্যালঘু সম্প্রদায়ের বলে জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
সংগঠনটি নিয়োগের প্রকাশিত গেজেটকে বৈষম্যমূলক উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহার করে বাদ পড়া সবাইকে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে। এ লক্ষ্যে নতুন করে ফের প্রজ্ঞাপন জারি করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছে ঐক্য পরিষদ।
বুধবার (০১ জানুয়ারি) সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।