‘বাদল ভাই, আপনার মৃত্যুতে শোকাহত অনেক’

6 days ago 7

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর পরিবারের সদস্য বাদল আহমেদ। আজ (সোমবার) সকাল ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে।

বাদল আহমেদ দীর্ঘদিন সাপ্তাহিক প্রতিচিত্র পত্রিকায় কাজ করেছেন। তিনি বিজয় টেলিভিশনের বার্তা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি দৈনিক আমার বার্তা পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেনে সংগীত শিল্পী আসিফ আকবর। নিজের সামাজিক মাধ্যমে বাদল আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লিখেছেন, ‘বাদল আহমেদ। বিনোদন সাংবাদিকতার জগতে একজন পথিকৃৎ আবেগী মানুষ। আমার ছোট্ট ক‍্যারিয়ারে অনেক বিশাল গল্পের একজন জ্বলন্ত সাক্ষী ছিলেন। বাদল ভাই, আপনার মৃত্যুতে শোকাহত অনেক। বিনম্র শ্রদ্ধা। আপনার আত্মার শান্তি কামনা করি। মহান আল্লাহ্ আপনার পরিবারকে এই শোক বইবার শক্তি দিন। আমিন...।’

বাদল আহমেদ বাচসাসের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Read Entire Article