‘বাধ্য’ হয়ে বিশ্বকাপ দলে আনতে হলো পরিবর্তন

বাধ্য হয়েই বিশ্বকাপ দলে পরিবর্তন আনতে হলো দক্ষিণ আফ্রিকাকে। ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন টনি ডি জর্জি ও ডোনোভান ফেরেইরা। তাদের পরিবর্তে স্কোয়াডে নতুন দুই ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।  ভারত সিরিজ খেলার সময় পাওয়া হ্যামস্ট্রিং চোট থেকে সেরে উঠতে পারেননি ডি জর্জি। অন্যদিকে এসএ টি-টোয়েন্টি টুর্নামেন্টের ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পান ফেরেইরা। এই দুজনই বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেলেন। বিশ্বকাপ খেলা অনিশ্চিত ডেভিড মিলারেরও। অ্যাডাক্টর ইনজুরির কারণে চলমান এসএ টি-টোয়েন্টির এলিমিনেটর ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না তিনি। বিশ্বকাপে তার খেলা নির্ভর করবে ফিটনেস পরীক্ষার ওপর।  ডি জর্জির বদলে রেজা হেনড্রিকসের নাম আলোচনায় থাকলেও দুর্দান্ত ফর্মে থাকা রিকেলটনকেই বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। চলতি টুর্নামেন্টে ৩৩৭ রান করেছেন তিনি। গড় ৪২.১২। স্ট্রাইক রেট ১৫৬.০১। উল্লেখ্য, আইসিসির নিয়ম অনুযায়ী ৩১ জানুয়ারি পর্যন্ত যেকোনো কারণে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনা যাবে। 

‘বাধ্য’ হয়ে বিশ্বকাপ দলে আনতে হলো পরিবর্তন

বাধ্য হয়েই বিশ্বকাপ দলে পরিবর্তন আনতে হলো দক্ষিণ আফ্রিকাকে। ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন টনি ডি জর্জি ও ডোনোভান ফেরেইরা। তাদের পরিবর্তে স্কোয়াডে নতুন দুই ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। 

ভারত সিরিজ খেলার সময় পাওয়া হ্যামস্ট্রিং চোট থেকে সেরে উঠতে পারেননি ডি জর্জি। অন্যদিকে এসএ টি-টোয়েন্টি টুর্নামেন্টের ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পান ফেরেইরা। এই দুজনই বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেলেন।

বিশ্বকাপ খেলা অনিশ্চিত ডেভিড মিলারেরও। অ্যাডাক্টর ইনজুরির কারণে চলমান এসএ টি-টোয়েন্টির এলিমিনেটর ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না তিনি। বিশ্বকাপে তার খেলা নির্ভর করবে ফিটনেস পরীক্ষার ওপর। 

ডি জর্জির বদলে রেজা হেনড্রিকসের নাম আলোচনায় থাকলেও দুর্দান্ত ফর্মে থাকা রিকেলটনকেই বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। চলতি টুর্নামেন্টে ৩৩৭ রান করেছেন তিনি। গড় ৪২.১২। স্ট্রাইক রেট ১৫৬.০১।

উল্লেখ্য, আইসিসির নিয়ম অনুযায়ী ৩১ জানুয়ারি পর্যন্ত যেকোনো কারণে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনা যাবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow