বান্দরবানে অপহরণের ১৯ ঘণ্টা পর সাতজনকে উদ্ধার

3 hours ago 4

বান্দরবানের লামার সরইয়ে অপহরণের ১৯ ঘণ্টা পর সাতজনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার সরই ইউপির বমু খালের উজান থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার ব্যক্তিরা হলেন, খামার মালিক মো. আমিন (৩৫), খামার মালিকের ছেলে মো. সাকিব (১৪), শ্রমিক আলেক্স জোহার (৩৫) মো. শফি আলম (৩২), মো. জাবেদ (২৬), আসাদ (১৮), মো. আবু হানিফ (২১)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় তাদের। এরপর অপহৃতদের পরিবারকে ফোন করে জনপ্রতি ১ লাখ ৯০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়।

পরে তাদের উদ্ধারে অভিযান চালায় যৌথ বাহিনী। এক পর্যায়ে অভিযান টের পেয়ে অপহৃতদের বমু খালের উজানে জঙ্গলের মধ্যে ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে সেখান থেকে তাদের উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা।

লামা ক্যায়াজু পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যৌথ বাহিনীর অভিযানে অক্ষত অবস্থায় অপহৃতদের উদ্ধার করা হয়েছে।

নয়ন চক্রবর্তী/জেডএইচ/এএসএম

Read Entire Article