বান্দরবানে চাঁদাবাজির অভিযোগে ইউপিডিএফের ৬ সদস্য আটক

2 months ago 6

বান্দরবানে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ।

গ্রেফতাররা হলেন, অজিত চাকমা (৩৯), রিপন চাকমা প্রকাশ শমেষ (৪৪), অনিয়ন চাকমা (২৩) ওয়াইসে মারমা;(২৮), বীর কুমার ত্রিপুরা (২৯), সুখেন তঞ্চঙ্গ্যা (২৫)।

পুলিশ জানায়, বান্দরবান সদরে নীলাচলসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করে সেনাবাহিনী। তাদের জিজ্ঞাসাবাদ শেষে থানায় সোপর্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মঙ্গলবার (২৪ জুন) রাতে চাঁদাবাজির মামলা করা হয়।

বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে ইউপিডিএফ গণতান্ত্রিকের ৬ সদস্যকে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে। তাদের আদালতে চালান করা হবে।

নয়ন চক্রবর্তী/এমএন/এমএস

Read Entire Article