‘বাপার্ড’ পরিচালনা বোর্ডের সদস্য হলেন পবিপ্রবির ভিসি ড. কাজী রফিকুল ইসলাম

3 weeks ago 16

বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির (বাপার্ড) গোপালগঞ্জের পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে মনোনয়ন পেলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

বুধবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিষ্ঠান শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মো. আনিচুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। 

জানা যায়, বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) এর আইন ২০১২ এর (৭)১ এর (ধ) ধারার প্রদত্ত ক্ষমতাবলে এবং মন্ত্রিপরিষদ বিভাগ রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাকে তিন বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয়।

ভাইস চ্যান্সেলর  প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এ ‘বাপার্ড’ এর পরিচালনা বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্য পদে মনোনয়ন পাওয়ায় পবিপ্রবির প্রো-ভিসি প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মামুন অর রশিদ (সদ্য নিয়োগপ্রাপ্ত ট্রেজারার, বরিশাল বিশ্ববিদ্যালয়), ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. জিল্লুর রহমান, বিভিন্ন অনুষদের ডিনরা, বিভাগীয় চেয়ারম্যানরা, জনসংযোগ বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শুভেচ্ছা জানিয়েছেন। 

তারা বলেন, এ ধরনের মনোনয়ন আমাদের উপাচার্যের পেশাগত দক্ষতা, সুনাম এবং সমাজ উন্নয়নে তার ভূমিকার যোগ্যতাকে স্বীকৃতি দেয়।

এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকার আমাকে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির (বাপার্ড) পরিচালনা বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে মনোনীত করা সত্যি আমার জন্য অত্যন্ত সম্মানের এবং আনন্দের। আমি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও  সমবায় মন্ত্রণালয়ের কাছে কৃতজ্ঞ এবং এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব।’ 

তিনি বলেন, ‘দেশের গ্রামীণ জনপদের দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়নে কাজ করে জাতির কল্যাণে অবদান রাখতে চাই। গ্রামের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য এবং সামগ্রিক উন্নয়নে কাজ করার জন্য এটি আমাকে আরও অনুপ্রাণিত করবে।’

Read Entire Article