বাবরকে নিয়ে মন্তব্য করায় হারিসকে লাঠি দিয়ে মারতে চান সাবেক পাক ক্রিকেটার

4 hours ago 4
পাকিস্তানি তরুণ উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ হারিসের বাবর আজমের স্ট্রাইক রেট নিয়ে মন্তব্য ঘিরে তোলপাড় ক্রিকেট মহল। বাবর আজমের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন তোলায় এবার ক্ষোভ উগরে দিলেন সাবেক ব্যাটার বাসিত আলি। তার ভাষায়, ‘হারিস যদি বলে বাবর আজমের উন্নতি দরকার, তাহলে ওকে লাঠি দিয়ে মারা উচিত।’ সম্প্রতি এক ইউটিউব সাক্ষাৎকারে হারিস বলেন, ‘নিঃসন্দেহে বাবর ও রিজওয়ান পাকিস্তানের জন্য অনেক কিছু করেছে। কিন্তু নতুন বেঞ্চমার্ক গড়তে চাইলে জুনিয়রদের সুযোগ দিতে হবে। বাবর আজমকে টি–টোয়েন্টিতে দ্রুত খেলতে হবে।’ এই মন্তব্যের পর থেকেই শুরু হয় সমালোচনা। সাবেক ক্রিকেটার কামরান আকমলের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে বাসিত আলি ক্ষোভ ঝাড়েন, ‘হারিস, তুমি বাবর আজম সম্পর্কে কথা বলার কে? যদি বাবর আজম এখনো অধিনায়ক থাকত, তাহলে কি তুমি এই কথা বলতে?’ হারিসকে একহাত নিয়েছেন সাবেক পেসার তানভীর আহমদও। তার ভাষায়, ‘ভাই, আগে নিজের ক্যারিয়ারটা তৈরি করো। বাবর আজমের মতো ওয়ার্ল্ড–ক্লাস ক্রিকেটার নিয়ে মন্তব্য করার মতো বড় খেলোয়াড় তুমি এখনো নও।’ ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান গড়ে তুলেছিলেন টি–টোয়েন্টির ইতিহাসের অন্যতম সফল জুটি। দুজন মিলে ৩,৩০০ রান করেছিলেন ৪৬ গড়ে, যা এখনও রেকর্ড। ব্যক্তিগত পারফরম্যান্সেও বাবর আজম টি–টোয়েন্টিতে ৪,২০০–র বেশি রান, ৩৪টি ফিফটি ও ৩টি সেঞ্চুরিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর (যেখানে যুক্তরাষ্ট্রের কাছে হার পাকিস্তানের গ্রুপ পর্বেই বিদায় নিশ্চিত করে) পাকিস্তান ক্রিকেট বোর্ড নতুন করে দল সাজাচ্ছে। গত বছরের ডিসেম্বরে বাবর–রিজওয়ানের শেষ ম্যাচের পর থেকে আর কেউই টি–টোয়েন্টি দলে সুযোগ পাননি।
Read Entire Article