বাবা নেই, জানালেন অভিনেত্রী প্রিয়া ডায়েস

2 months ago 32

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া ডায়েসের বাবা মারা গেছেন। বাবা হারানোর সংবাদ অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

প্রিয়া ডায়েস তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আমার আদরের বাবা আর নেই। এই পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য ওপারে চলে গেছেন, ২৮ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে (নিউইয়র্ক টাইম), সবাই উনার আত্নার শান্তির জন্য দোয়া করবেন’।

প্রিয়া ডায়েস অভিনেতা টনি ডায়েসের স্ত্রী। তারা এক সময়ে দেশের টিভি নাটকের তুমুল জনপ্রিয় জুটি ছিলেন। দীর্ঘদিন ধরে তারা অভিনয় থেকে দূরে রয়েছেন। শুধু তাই নয়, এই দম্পতি বর্তমানে দেশ ছেড়ে আমেরিকাতে বসবাস করছেন।

প্রিয়া ডায়েস ও টনি ডায়েস ভালোবেসে বিয়ে করেছিলেন ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি। তারা এক কন্যা সন্তানের জনক-জননী।

এমএমএফ/জিকেএস

Read Entire Article