বাবা-মায়ের ডিভোর্স নিয়ে যা বললেন এ রহমানের তিন সন্তান

2 months ago 33

প্রায় তিন দশকের দাম্পত্য জীবনে এলো ধাক্কা। গতকাল মঙ্গলবার বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রাহমান ও সায়রা বানু। এই বিচ্ছেদের খবরে হতবাক এ আর রহমানের ভক্তরা। এদিকে বাবা ও মায়ের সংসার ভেঙে যাওয়া নিয়ে মুখ খুলেছেন সংগীত তারকার ছেলেমেয়েরা।

এ আর রহমানের তিন সন্তান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিন সন্তানের নাম খাদিজা, রহিমা ও আমিন। কন্যা রহিমা ইনস্টাগ্রামে বাবার পোস্টকে শেয়ার করে লিখেছেন, ‘আমাদের জন্য দোয়া করবেন।’

রহিমা বিষয়টা বাবা-মায়ের ব্যক্তিগত দাবি করে এর গোপনীয়তাকে সম্মান করার জন্য আবেদন করেছেন।

আমিন ও খাদিজা প্রায় একই ধরনের এক পোস্ট করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে আমিন লিখেছেন, ‘আমরা সবাইকে আমাদের গোপনীয়তাকে সম্মান করার জন্য আবেদন করছি। আপনারা তা উপলব্ধি করছেন তার জন্য আপনাদের ধন্যবাদ।’

খাদিজা এক পোস্টে লিখেছেন, ‘এই বিষয়টিকে যদি একদম গোপনীয়তা ও ব্যক্তিগতভাবে দেখা হয়, তাহলে সেটাই ভালো হয়।’

এদিকে বিচ্ছেদের খবর জানিয়ে এ আর রাহমান আর সায়রা বানু যে বিবৃতি দিয়েছেন, মোটাদাগে সেখানে কারণ হিসেবে ‘মানসিক দূরত্ব’কে উল্লেখ করেছেন তারা। বাংলাদেশ সময় গতকাল দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে এ আর রাহমান এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘ভেবেছিলাম আমরা ত্রিশে পৌঁছাব। কিন্তু মনে হয় সবকিছুরই এমন শেষ আছে, যা আগে থেকে বোঝা যায় না। ভাঙা হৃদয়ের ভার স্রষ্টার সিংহাসনও কাঁপিয়ে দিতে পারে। ভঙ্গুর পরিস্থিতিতে সবকিছুর অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করছি। যদিও ভেঙে যাওয়া সম্পর্কের টুকরাগুলো আর আগের জায়গা ফিরে পেতে না–ও পারে।’

বন্ধুদের উদ্দেশে রাহমান আহ্বান জানান, ‘আমাদের জীবনের এই ভঙ্গুর অধ্যায়ে মহানুভবতা ও আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানানোয় আপনাদের ধন্যবাদ জানাই।’

সায়রা বানুর ভাষ্য, এই সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে মোটেও সহজ ছিল না। অনেক ব্যথা ও যন্ত্রণা থেকে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Read Entire Article