বাবাকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ গেলো মেয়ের

3 months ago 12

ফরিদপুরের মধুখালীতে অসুস্থ বাবাকে হাসপাতালে নেওয়ার পথে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শুকলা বিশ্বাস (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন নিহতের বাবা ও বড় বোন।

মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুকলা বিশ্বাস মাগুরার শ্রীপুর উপজেলার চাকদা লাঙ্গলবাদ গ্রামের মনোহর বিশ্বাসের মেয়ে। দুর্ঘটনায় মনোহর বিশ্বাস (৮৫) ও তার অন্য মেয়ে পারুল বিশ্বাস (৪৫) আহত হয়েছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অসুস্থ মনোহর বিশ্বাসকে মাইক্রোবাসে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তার দুই মেয়ে। পথে মধুখালীর রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মাগুরাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছোট বোন শুকলা বিশ্বাস ঘটনাস্থলে নিহত হন।

মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাশেদুল আলম জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

jagonews24

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কবির সরদার জাগো নিউজকে বলেন, একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জাগো নিউজকে বলেন, দুই মেয়ে তার বাবাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন ডাক্তার দেখাতে। পথে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। মাইক্রোবাসটি বামপাশ দিয়ে না গিয়ে ডান পাশের লেন দিয়ে যাওয়ার কারণে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/এমএন/জেআইএম

Read Entire Article