বাবাকে সাজাতে গিয়ে কী হাল করেছে দ্য রক ওরফে ডোয়ইন জনসনের দুই মেয়ে! চোখের বদলে সারা মুখে মেখে দিয়েছে আই শ্যাডো। দেখতে সিরিয়ালের দৈত্যর মতোই লাগছিল অভিনেতা জনসনকে। নিজের মেয়েদের এই কাণ্ড ভিডিও করে তিনি পোস্ট করেছেন ফেসবুকে।
গত ১৮ জানুয়ারি ডোয়াইন জনসন ভিডিওটি ধারণ করেন। পরদিন পোস্ট করেন। রাতের মধ্যে ৩ লাখ ৮৪ হাজারের বেশি অনুসারী তাতে সাড়া দেন। ভিডিওটি শেয়ার করেন ১৯ হাজারের বেশি মানুষ। মন্তব্যে ২৩ হাজারের বেশি অনুসারী কন্যা ও পিতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তাদের অনেকে বলেছেন, ‘মেয়ের বাপ হলে এ তো সাধারণ ঘটনা।’, কেউ বলেছেন, ‘খুব ভালো বাবা আপনি।’।
গতকাল (১৯ জানুয়ারি) রোববার সকালে ভিডিওটি শেয়ার করে জনসন লিখেছেন, ‘আমার দুই টর্নেডো জ্যাজি ও টিয়া করেছে কী দেখুন। বলল, বাবা তোমাকে একটু আই শ্যাডো দিয়ে দিতে পারি। আমি বললাম, দাও, কিন্তু একটু জলদি করো আর সুন্দর করে দিও, জিমে যেতে হবে।’ শিশুকন্যাদের প্রতি গভীর ভালোবাসা নিয়ে জনসন আরও লিখেছেন, ‘আরে, আমি জানি ওরা সবসময় ছোট থাকবে না কিংবা বড় হয়ে বাবার সাথে সময় কাটাতে চাইবে না। কিন্তু ওরা সবসময় আমার ছোট্ট মেয়েই থাকবে, তাই আমি সারাদিন এই নির্যাতন সহ্য করব, বয়ে বেড়াবো।’
সর্বশেষ গত বছর ‘রেড ওয়ান’ ও ‘মোয়ানা-২’ ছবিতে কাজ করেছেন সাবেক রেসলিং তারকা ও অভিনেতা ডোয়াইন জনসন। আগামী বছরও ‘মোয়ানা’ সিরিজের একটি ছবিতে কাজ করবেন তিনি। শেষবার মূলত কণ্ঠাভিনেতা হিসেবে তাকে পাওয়া গিয়েছিল।
আরএমডি/জেআইএম