বাবার বাড়ি যেতে না দেওয়ায় গৃহবধূর ‘আত্মহত্যা’

2 months ago 29

রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়া পানির ট্যাংকির গলির একটি বাসায় বাবার বাড়ি না যেতে দেওয়ায় স্বামীর সঙ্গে অভিমান করে কীটনাশক পান করে মোসা. তামান্না (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি।

তামান্না নরসিংদীর রায়পুরা উপজেলার মধ্যনগর গ্রামের মন্টু মিয়ার মেয়ে। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।

শনিবার (২৩ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তামান্নার আত্মীয় স্বপ্না বেগম জাগো নিউজকে জানান, তামান্নার স্বামী ফেরি করে মুরগি বিক্রি করেন। শুক্রবার (২২ নভেম্বর) তামান্না বাবার বাড়ি বেড়াতে যাবে বলে স্বামীকে জানায়। কিন্তু তার স্বামী বাবার বাড়ি যাওয়ার অনুমতি না দেওয়ায় আজ দুপুরে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন তামান্না। তাৎক্ষণিকভাবে অসুস্থ অবস্থায় প্রথমে তাক স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/এমএএইচ/জেআইএম

Read Entire Article