সাতক্ষীরার দেবহাটায় বজ্রপাতে দেবব্রত ঘোষ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) বিকেল ৪টার দিকে উপজেলার সখিপুর ইউনিয়নের পাপড়াতলা সংলগ্ন বিলে জমির ধান কেটে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
নিহত দেবব্রত ঘোষ সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোঁড়া পাপড়াতলা এলাকার শিতানাথ ঘোষের ছেলে। তিনি সাতক্ষীরার চায়না-বাংলা হাসপাতালের কর্মচারী ছিলেন।
প্রতিবেশী গোপাল দাশ জানান, দেবব্রত সাতক্ষীরা শহরের সিবি হাসপাতালের রিসিপশনে চাকরি করতেন। ছুটিতে বাড়ি এসে আকাশে মেঘ দেখে দেবব্রত তার বাবার সঙ্গে স্থানীয় পাপড়াতলা বিলে ধান কাটতে যান। কাজ শেষ করে বৃষ্টি শুরুর আগে তার বাবা বাড়িতে চলে যান। দেবব্রত ঝড়-বৃষ্টির শুরু হলে বিল থেকে আসার সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জাগো নিউজকে বলেন, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর শুনে তার বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় স্থানীয় শ্মশানে যুবকের শেষকৃত্যের কাজ সম্পন্ন করা হয়েছে।
আহসানুর রহমান রাজীব/এমএন/এমএস

6 months ago
150








English (US) ·