বায়েজিদে বাবুল হত্যা মামলার প্রধান আসামি খাগড়াছড়িতে গ্রেফতার

2 weeks ago 10

চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকার আলোচিত বাবুল হত্যা মামলার প্রধান আসামি নুর আলম সুমনকে (৩৮) গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।সোমবার (৯ ডিসেম্বর) তাকে পার্বত্য জেলা খাগড়াছড়ির সদর থানার পৌরসভার উত্তর গঞ্জপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সুমন বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন সৈয়দপাড়ার বাসিন্দা। পরে বাবুল হত্যায় জড়িত থাকার বিষয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন নগর পুলিশের (সিএমপি) জনসংযোগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।

আরও পড়ুন

তিনি বলেন, নিহত বাবুল বায়েজিদ এলাকায় ছোট্ট দোকান পরিচালনা করতেন। গত ১২ সেপ্টেম্বর সকালে বাবুলের দোকানের সামনে কর্মচারীদের কাছ থেকে তিনটি মোবাইল ছিনিয়ে নেয় ধৃত সুমন। এসময় সুমনকে মোবাইলগুলো ফেরত দিয়ে দিতে বলে বাবুল। এতে বাবুলের ওপর ক্ষিপ্ত হন সুমন। পরে ওইদিন দুপুরে বায়েজিদ বোস্তামী থানার আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের পাশে জলদার পুল এলাকা বাবুলকে একা পেয়ে ধারালো ছোরা দিয়ে গুরুতর আঘাত করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ভিকটিমের পরিবার বাবুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ সেপ্টেম্বর সকালে মারা যান বাবুল। এ ঘটনায় নিহত বাবুলের ছেলে মো. জিসান বাদী হয়ে বায়েজিদ থানায় মামলা করেন।

এডিসি তারেক আজিজ বলেন, বাবুল হত্যা মামলা দায়েরের পর থেকে সুমন আত্মগোপনে চলে যান। তার অবস্থান সনাক্ত করে এরআগে দুইবার অভিযান চালানো হলেও তাকে ধরা সম্ভব হয়নি। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তৃতীয়বারের অভিযানে খাগড়াছড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। খাগড়াছড়িতে আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন সুমন। সুমনের বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে বায়েজিদ বোস্তামী থানায় একাধিক মামলা রয়েছে।

এমডিআইএইচ/এমএএইচ/এএসএম

Read Entire Article