আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বারাকাহ ফাউন্ডেশন ও ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি একুশে পদকপ্রাপ্ত গাইনোকলোজিস্ট অধ্যাপক ডা. সায়েবা আক্তার।
ইনসাফ বারাকাহ হাসপাতালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পে বিভিন্ন বিষয়ে ডাক্তাররা বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরামর্শ দেন, মেডিকেল ক্যাম্পে ডায়াবেটিস পরীক্ষা ফ্রি করা হয়। ক্যাম্পটি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত হয়। হাসপাতালের বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা চেম্বারে ফ্রি রোগী দেখেন। ক্যাম্পে মেডিসিন, গাইনি, শিশু, কিডনি, সার্জারি, ইউরোলজি, অর্থোপেডিক, গ্যাস্ট্রোলজি, বক্ষব্যাধি, চক্ষু নিউরো মেডিসিন, ডায়াবেটিস, ডেন্টালসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হাসপাতালে ৬০০ জন সাধারণ মানুষ ও রোগীরা ফ্রি মেডিকেল ক্যাম্পের সেবা গ্রহণ করেন।
বারাকাহ ফাউন্ডেশন ও ইনসাফ বারাকাহ হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের ডিরেক্টর ও ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ডা. সৈয়দ আফজালুল করিম, বারাকাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসেস নাসরিন আখতার, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মো. রুহুল আমিন, হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন, জিএম মোজাফফর হাসান খান মজলিশ, বারাকাহ স্পেশালাইজড হাসপাতালের ডিরেক্টর মোহাম্মদ নজরুল ইসলাম শাওন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হোসাইন মোহাম্মদ দুলাল, মো. জাহাঙ্গীর আলম, আব্দুল কুদ্দুস, মো. হিরো মিয়া, মোবারক করিম সহ প্রমুখ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ক্যাম্পে রেজিস্ট্রেশনভুক্ত রোগীদের জন্য প্রয়োজনীয় ল্যাব পরীক্ষা-নিরীক্ষায় ৫০ শতাংশ এবং অন্যান্য পরীক্ষায় ৪০ শতাংশ ছাড় দেওয়া হয়। ডায়াবেটিস চেক-আপ (আরবিএস স্ক্রিনিং টেস্ট) ফ্রি করা হয়। আগ্রহীদের জন্য ১২০০/- টাকায় প্যাকেজে হেলথ চেক-আপের ব্যবস্থা করা হয়। (আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, সিবিসি, আরবিএস, সিরাম ক্রিটিনিন) ও ডেন্টাল চেক-আপ ফ্রি এবং দাঁতের অন্যকোনো চিকিৎসার প্রয়োজন হলে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়।
এমইউ/এমআরএম