বার্সা নামেই ক্ষোভ, বিলবাওয়ে মুছে ফেলা হলো নিকোর মুখ

2 months ago 6
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় যোগ দিতে পারেন স্পেন ও অ্যাথলেটিক বিলবাওয়ের উঠতি তারকা নিকো উইলিয়াম। সেই গুঞ্জনে উত্তপ্ত হয়ে উঠেছে বিলবাও শহর। আর সেই রোষ গিয়ে পড়েছে ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের উদীয়মান তারকা নিকো উইলিয়ামসের ওপর। স্থানীয় সমর্থকদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছে রীতিমতো দেয়ালচিত্র বিকৃত করে—নিকোর মুখ ঢেকে দেওয়া হয়েছে লাল রঙে। বারাকালদো শহরের একটি বিখ্যাত দেয়ালচিত্রে ভাই ইনাকি উইলিয়ামসের পাশে ছিলেন নিকো। সেই ম্যুরালটি তৈরি হয়েছিল ২০২৪ সালের মার্চে, অ্যাথলেটিক বিলবাওয়ের কোপা দেল রে ফাইনাল জয়ের আগে। সেখানে ক্লাব কিংবদন্তি ইকার মুনিয়াইন ও অস্কার দে মার্কোসের চেহারাও রয়েছে। তবে বার্সায় সম্ভাব্য ট্রান্সফারের খবরে বিরূপ প্রতিক্রিয়া জানিয়ে কিছু সমর্থক নিকোর মুখে লাল রঙ ছিটিয়ে দেন এবং দেয়ালে লিখে দেন, ‘যাবে বা থাকবে, তুমি অসম্মান দেখিয়েছ।’ ঘটনার পরপরই ক্লাব কর্তৃপক্ষ নিন্দা জানিয়ে দেয়ালচিত্রের মূল শিল্পী কার্লোস লোপেজের সঙ্গে যোগাযোগ করেছে এবং পুনরুদ্ধারের কাজ শুরু করতে সহায়তার প্রস্তাব দিয়েছে।
Read Entire Article