বার্সেলোনার লা লিগা জয়ে ইনস্টাগ্রামে মেসির বার্তা
লা লিগার শিরোপা পুনরুদ্ধার করল বার্সেলোনা—এবং সেই জয়ের আনন্দে শামিল হলেন ক্লাব ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র, লিওনেল মেসি। বর্তমান ইন্টার মায়ামি তারকা এবং আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন তার প্রিয় ক্লাবকে।
স্প্যানিশ কাতালান ডার্বিতে এসপানিওলের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়ে শিরোপা নিশ্চিত করে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। ম্যাচ শেষের কিছুক্ষণের মধ্যেই সামাজিক মাধ্যমে মেসি লিখেছেন, ‘অভিনন্দন!’—একটি শব্দেই ফুটে উঠেছে তার ক্লাবপ্রীতি।
মেসির সাবেক সতীর্থ এবং বর্তমানে ইন্টার মায়ামিতে তার দলমেট লুইস সুয়ারেজ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘মেসি বার্সার সব ম্যাচই দেখে। কয়েকদিন আগে সে আমাকে বলছিল, ‘দেখেছো ফ্লিক কী দারুণ কাজ করছে? সে দলটাকে একটা পরিচয় দিচ্ছে।’