বালু উত্তোলনের সময় ৫৭টি ড্রেজারসহ গ্রেপ্তার ২০
বরিশালের হিজলা উপজেলাধীন মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫৭টি ড্রেজার, ১টি স্টিল বডি ট্রলারসহ ২০ জনকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে তাদের বরিশাল আদালতে সোর্পদ করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টা হতে রাত ৮টা পর্যন্ত ইলিশা, কালীগঞ্জ ও হিজলা কোস্ট গার্ড স্টেশন হিজলা উপজেলার সওড়া সৈয়দখালী এলাকা সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে বরিশালের হিজলা থানায় একটি নিয়মিত মামলা করেছে কোস্ট গার্ড। মামলায় ১৭০ জনকে অভিযুক্ত করা হয়েছে। এরমধ্যে ২০ জনকে নামধারী আসামি করা হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক ও হিজলা থানার অফিসার ইনচার্জ অলিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ ডিসেম্বর) মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন তারা। অভিযানকালে সেখান থেকে বালু উত্তোলনকালে ৫৭টি ড্রেজার ও ১টি স্টিল বডি ট্রলার জব্দ করা হয়েছে। জব্দকৃত স্টিল বডি ট্রলা
বরিশালের হিজলা উপজেলাধীন মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫৭টি ড্রেজার, ১টি স্টিল বডি ট্রলারসহ ২০ জনকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে তাদের বরিশাল আদালতে সোর্পদ করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টা হতে রাত ৮টা পর্যন্ত ইলিশা, কালীগঞ্জ ও হিজলা কোস্ট গার্ড স্টেশন হিজলা উপজেলার সওড়া সৈয়দখালী এলাকা সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে বরিশালের হিজলা থানায় একটি নিয়মিত মামলা করেছে কোস্ট গার্ড। মামলায় ১৭০ জনকে অভিযুক্ত করা হয়েছে। এরমধ্যে ২০ জনকে নামধারী আসামি করা হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক ও হিজলা থানার অফিসার ইনচার্জ অলিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ ডিসেম্বর) মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন তারা। অভিযানকালে সেখান থেকে বালু উত্তোলনকালে ৫৭টি ড্রেজার ও ১টি স্টিল বডি ট্রলার জব্দ করা হয়েছে। জব্দকৃত স্টিল বডি ট্রলার তল্লাশি করে ৪টি দেশীয় অস্ত্রসহ ২০ জনকে আটক করা হয়।
জব্দকৃত স্টিল বডি ট্রলার ও আটককৃত দুষ্কৃতকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হিজলা থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ও বালুখেকোদের হাত থেকে ফসলি জমি এবং আবাসস্থল রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান মিডিয়া কর্মকর্তা।
এদিকে, অবৈধভাবে বালু উত্তোলনকারী ড্রেজারগুলোর মালিকদের বিরুদ্ধে কোস্ট গার্ড বাদী হয়ে হিজলা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন হিজলা থানার ওসি অলিদ হোসেন। তিনি জানান, মামলায় কোস্ট গার্ডের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় আটক ২০ জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে জব্দকৃত ড্রেজার কোস্ট গার্ডের জিম্মায় রয়েছে।
What's Your Reaction?