বালুমহাল ঘুষকাণ্ড, আন্দোলনের মুখে প্রত্যাহার এসিল্যান্ড মামুন

3 months ago 32
ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফকে বদলি করা হয়েছে। তাকে ফরিদপুরের সালথা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়েছে।  বুধবার (২৮ মে) বিভাগীয় কমিশনারের কার্যালয়ের রাজস্ব শাখার সিনিয়র সহকারী কমিশনার মেহেদী হাসান কাউছারের স্বাক্ষরিত এক আদেশে এ বদলির বিষয়টি জানানো হয়। সম্প্রতি গজারিয়ায় অবৈধ বালুমহালের সঙ্গে এসিল্যান্ড মামুন শরীফের কথিত ঘুষ লেনদেনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনার পর তার বিরুদ্ধে আরও দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠে আসে। এ ঘটনার প্রতিবাদে গত মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় সর্বস্তরের জনসাধারণের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয়রা মামুন শরীফের অপসারণ ও বিচার দাবি করেন। এ বিষয়ে জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত কালবেলাকে জানান, গত বুধবার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মামুন শরীফের বদলির আদেশ দেয়। এর মধ্যেই আদেশের কপি জেলা প্রশাসন হাতে পেয়েছে।  তিনি আরও জানান, মামুনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জেলা প্রশাসনের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। 
Read Entire Article