বাল্কহেডে ডাকাতি, হাতে ককটেল বিস্ফোরণে ডাকাত নিহত

1 hour ago 4
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে নোঙর করে রাখা বালু পরিবহনকারী বাল্কহেডে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নিজ হাতে ককটেল বিস্ফোরণে এক ডাকাতের মৃত্যু হয়।  শনিবার (১৬ আগস্ট) সকাল ৬টা ও শুক্রবার (১৫ আগস্ট) রাত ৩টার দিকে পরপর দুই দফায় এ ডাকাতি সংঘটিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী ঘাটে বাঁধা থাকা ৩টি বাল্কহেডে ৯-১০ জনের একটি ডাকাতদল স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকা নিয়ে হামলা চালায়। তারা মাঝিমাল্লাদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ এক লাখ টাকা, ইঞ্জিনের ব্যাটারি ও জ্বালানি তেল লুট করে নেয়। বাল্কহেডের তত্ত্বাবধায়ক রতন খান ও ইমান হোসেন জানান, মধ্যরাত ও সকালে দুই দফায় ডাকাতরা হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণে এক ডাকাত নিজেই গুরুতর আহত হয়। এ ছাড়া হামলায় স্থানীয় দুই জেলে ভাটি বলাকী গ্রামের এছাক বেপারির ছেলে মো. আলম (৩৭) ও রাসেল বেপারির ছেলে সোহাগ (১৬) আহত হয়েছেন। পরে সকালে গ্রামবাসী ধাওয়া দিয়ে ডাকাত দলের তিন সদস্যকে আটক করে নৌপুলিশের হাতে সোপর্দ করে।  নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সালেহ আহমেদ পাঠান কালবেলাকে জানান, ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকাসহ তিনজনকে আটক করা হয়েছে। আহত অবস্থায় তাদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, অপর দুজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তাদের পরিচয় এখনো জানা যায়নি।
Read Entire Article