বাল্কহেডের ধাক্কায় আবারও ভাঙল নির্মাণাধীন সেতু

2 months ago 7

শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন একটি সেতুর অংশ আবারও বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়েছে। ভাঙা অংশটি সরাসরি গিয়ে পড়ে বাল্কহেডের ওপর। কিছুদূর ভেসে যাওয়ার পর সেতুর সেই অংশ এবং বাল্কহেড উভয়ই নদীতে ডুবে যায়।

সোমবার (২৩ জুন) সকাল ৯টার দিকে নড়িয়া বাজারসংলগ্ন কীর্তিনাশা নদীতে এ ঘটনা ঘটে। এর আগেও গত বছরের ২ অক্টোবর একই সেতুর আরেকটি অংশ বাল্কহেডের ধাক্কায় ধসে পড়েছিল।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কীর্তিনাশা নদীর ওপর ভাষাসৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ চলমান। পুরোনো ঝুঁকিপূর্ণ সেতুটি ২০২৩ সালের ডিসেম্বরে ভেঙে ফেলা হয়। চলাচলের বিকল্প ব্যবস্থা হিসেবে ট্রলার চালু করা হলেও পথচারীদের সুবিধার জন্য একটি অস্থায়ী সেতু নির্মাণ করা হচ্ছিল। কিন্তু প্রথম ধাপে বাল্কহেডের ধাক্কায় একটি অংশ ভেঙে পড়ার পর থেকে নির্মাণকাজ বন্ধ ছিল। সোমবার সকালে বালুবোঝাই একটি বাল্কহেড নদী পার হচ্ছিল। এ সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর এক পিলারে আঘাত করে। সঙ্গে সঙ্গেই সেতুর একটি অংশ ধসে পড়ে এবং সেটি বাল্কহেডের ওপর পড়লে কিছুদূর গড়িয়ে গিয়ে উভয়ই নদীতে ডুবে যায়।

স্থানীয় বাসিন্দা মো. শিহাব হুসাইন বলেন, দীর্ঘদিন ধরেই এই সেতুর কাজ ঝুলে আছে। নদী পার হতে আমাদের প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হয়। আর এমন দুর্ঘটনা তো আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। আমরা চাই, দ্রুত এই সেতুর নির্মাণকাজ সম্পন্ন করা হোক।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল বলেন, সেতুর কাজ চলমান থাকায় নৌযান চলাচলে কিছুটা সমস্যার সৃষ্টি হচ্ছে। ফুট ওভার ব্রিজের গার্ডারসহ একটি বাল্কহেড ডুবে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 

Read Entire Article