বাস ভাড়া সহনশীল, নেই যানজট

2 days ago 15

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ির পথে ছুটছে মানুষ। রাজধানী ঢাকার ন্যায় নারায়ণগঞ্জ থেকেও মানুষ গ্রামের দিকে যাচ্ছে। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা দিয়েছে। তবে অন্যান্য বারের মতো এবার নেই যানজট ও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ।

শুক্রবার (২৮ মার্চ) সকালে মহাসড়কের সাইনবোর্ড ও শিমরাইল মোড়ে গিয়ে দেখা যায়, যাত্রীরা বাস কাউন্টারগুলোতে ভিড় জমাচ্ছেন। অনেকে আবার আগের কাটা টিকিট নিয়ে বাসের জন্য অপেক্ষায় বসে আছেন।

যাত্রীরা বলেন, অন্য বছরগুলোর তুলনায় এবার বাসের ভাড়া সহনশীল পর্যায়ে রয়েছে। অর্থাৎ কাউন্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে এখনপর্যন্ত বাড়তি ভাড়া আদায়ে অভিযোগ পাওয়া যায়নি।

বাস ভাড়া সহনশীল, নেই যানজট

সরকারি চাকরিজীবী সবুজ পরিবার নিয়ে চট্টগ্রামে যাবেন। তিনি বলেন, গতকাল ছুটি পেয়ে রাতেই টিকিট বুকিং দিয়ে ছিলাম। বাবা-মায়ের সঙ্গে পরিবার নিয়ে ঈদ উদযাপন করবো।

পোশাক কর্মী জুলেখা নিজ গ্রাম নোয়াখালী যাবেন বলে বাসের টিকিট কিনেছেন। তিনি বলেন, আমাদের অফিস গতকাল বন্ধ দিয়েছে। প্রতি বছরের মতো এবারও গ্রামে ঈদ করবো। রাস্তা ফাঁকা আছে দ্রুত চলে যেতে পারবো বলে মনে করছি।

কয়েকজন দূরপাল্লার বাসচালক জানান, বিগত বছরগুলোর মতো এবার মহাসড়কের কোথায় যানজটের ভোগান্তিতে পড়ছে হচ্ছে না। যাত্রীদের চাপ থাকলেও যাত্রা স্বস্তির আছে।

সেন্টমার্টিন এক্সপ্রেসের কাউন্টারের কর্মকর্তা মেহেদী হাসান জানান, যাত্রীর অনেক চাপ। কিছুসংখ্যক পোশাক কারখানা ছুটি ঘোষণা এখনো বাকি। সেগুলো আজ দেবে। তাই বিকেল থেকে ধম ফেলার সময় পাবো না।

সোহাগ পরিবহনের এক কর্মকর্তা বলেন, আমাদের গাড়ির চাহিদা অনেক। আমরা যাত্রীর চাপ পাচ্ছি। রাস্তাঘাট ফাঁকা আছে তাই যাত্রী সেবায় সমস্যা হবে না। আর ঈদ উপলক্ষে ভাড়া বাড়ানো হয়নি। আগের যা ছিল তাই আছে।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম বলেন, এবারের ঈদযাত্রায় মানুষের ভোগান্তি এড়াতে আমাদের অতিরিক্ত ফোর্স কাজ করছে। ঈদ উপলক্ষে আমরা দিবারাত্রি ডিউটি করে যাচ্ছি।

বাস ভাড়া সহনশীল, নেই যানজট

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, যানজট নিরসনে আমরা তাৎপর। টহল টিমও বাড়ানো হয়েছে। নারায়ণগঞ্জ অংশে মানুষকে যানজটের ভোগান্তিতে পড়তে হবে না বলে আশাবাদী।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আমাদের একটি টিম ২৪ ঘণ্টার জন্য চিটাগাংরোডে রাখা হয়েছে। বর্তমানে এক টিম সিএনজিচালিত অটোরিকশা এবং আরেকটি পুলিশের গাড়িতে ডিউটি করছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তির করতে আমাদের থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য মহাসড়কে কাজ করে যাচ্ছে। কাঁচপুর থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত আমরা কাজ করছি। পাশাপাশি গতকাল থেকে আমাদের সঙ্গে আনসার সদস্যরাও যুক্ত হয়েছেন।

মো. আকাশ/জেডএইচ/জিকেএস

Read Entire Article