বাসার পাশেই খেলার সময় প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃত্যু

2 months ago 35

রাজধানী পশ্চিম ধানমন্ডি বসিলায় শ্যামলাপুর এলাকায় বালু নিয়ে খেলার সময় প্রাইভেট কারের ধাক্কায় আব্দুল্লাহ (০৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সকালের দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে আটটার দিকে মৃত ঘোষণা করে।

নিহতের চাচা মো. শহীদ হাওলাদার জানান, বাসার পাশে মাঠে বালু দিয়ে খেলার সময় একটি প্রাইভেট কার আমার ভাতিজাকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হয়।

পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।চাচা শহীদ ০১৯১৭৬৪০৯৫০

কাজী আল-আমিন/এমএসএম

Read Entire Article