জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের বনানীর বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শিল্পী জানান, আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। তবে স্ত্রী-সন্তান নিয়ে সুস্থই আছেন তিনি। কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বাপ্পা মজুমদার জাগো নিউজকে জানান, ভোর ৫টার দিকের ঘটনা। বাসার ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত। ইন্টারকমে কল পেয়ে বাসা থেকে বের হওয়ার সময় দেখেন চারদিকে ধোঁয়ায় ছেয়ে গেছে। ঘাবড়ে গিয়ে পরিবারের সদস্যদের নিয়ে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে ছিলেন।
পাশেই থাকা এক গীতিকারের সঙ্গে যোগাযোগ করলে তিনি এলে তার সাহায্যে স্ত্রী তানিয়া হোসাইন ও দুই কন্যাসন্তান নিয়ে বাসা থেকে বের হন বাপ্পা।
বাপ্পা মজুমদার জাগো নিউজকে বলেন, ‘অনেক বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলাম। ফায়ার সার্ভিস দ্রুত চলে আসায় আগুন বাড়তে পারেনি। নইলে কী যে হতো ভাবলেই ট্রমাটাইজ হয়ে যাচ্ছি। বাসার সবাই এখনো ট্রমায় আছে। এই ট্রমা থেকে বের হতে সময় লাগবে।’
বাপ্পা মজুমদার এক পোস্টে লিখেছেন, ‘আমাদের বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি, আমরা সবাই নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ, তারা দ্রুত পদক্ষেপ না নিলে কী যে হয়ে যেত, ভাবতেই শিউরে উঠছি! একটি বিভীষিকাময় অভিজ্ঞতা, এখনো ভাবতে কষ্ট হচ্ছে।’
এলআইএ/জিকেএস

5 months ago
13









English (US) ·