বাসায় ফিরে ভাই দেখেন, ফ্যানের সঙ্গে ঝুলছেন বোন

2 weeks ago 6

রাজধানীর কামরাঙ্গীরচরের কয়লাঘাট এলাকায় সামিয়া আক্তার সুগন্ধা (১৭) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তিনি স্থানীয় একটি স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

সোমবার (৯ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কামরাঙ্গীরচর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, মধ্যরাতে ওই এলাকার একটি বাসার পাঁচ তলার একটি কক্ষ থেকে অচেতন অবস্থায় ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ওই স্কুলছাত্রী ঠিক কী কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সামিয়া আক্তারের খালা রিনা আক্তার জানান, সামিয়া স্থানীয় একটি স্কুলের এসএসসি পরিক্ষার্থী ছিল। তার বাবা ডালিম ওরফে মাসুদ দ্বিতীয় বিয়ে করে তাদের ছেড়ে যান। এতে তার পরিবার মানসিকভাবে ভেঙে পড়ে। মা রুনা বেগম ও বড় ভাই অনিকের সঙ্গে কামরাঙ্গীরচর এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন সামিয়া।

রিনা আক্তার জানান, সামিয়ার মা আত্মীয়ের বাড়িতে ছিলেন। সোমবার রাতে সামিয়া ও তার বড়ভাই বাসায় ছিলেন। সামিয়াকে বাসায় রেখে বড় ভাই বাইরে যান। বাইরে থেকে ফিরে দরোজায় কড়া নাড়লেও কোনো সাড়া না পেয়ে ছিটকিনি ভেঙে ভেতরে ঢুকে সামিয়াকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান অনিক।

এসময় প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠায়।

কাজী আল-আমিন/এমকেআর/এএসএম

Read Entire Article