বাসে ছুরি ঠেকিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মোবাইল ছিনতাই

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় দিনদুপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী। ছিনতাইকারীরা ছুরি ঠেকিয়ে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। রোববার (৩০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ৬নং রুটের একটি বাসে এ ঘটনা ঘটে। এ সময় ১২-১৩ সদস্যের একটি ছিনতাইকারী দল ছুরি দেখিয়ে শিক্ষার্থীর পিক্সেল- ০৭ সিরিজের মোবাইলটি ছিনিয়ে নেয়। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মুকিদুল বারী জয়। তিনি বিশ্বিবদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মুকিদুল বারীর বরাত দিয়ে তার বন্ধু মুজতবা রাফিদ কালবেলাকে বলেন, একটি কাজে আগ্রাবাদ যাওয়ার জন্য জয় নিউমার্কেট মোড় থেকে ৬নং রুটের একটি বাসে উঠে। এ সময় বাস ও আশপাশে লোকজন কম ছিল। কিছুক্ষণ পর ১২ থেকে ১৩ জনের একদল ছিনতাইকারী বাসে উঠে তার শরীরে ছুরি ঠেকিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তিনি আরও বলেন, জয়ের বাসা ক্যাম্পাসে। মোবাইলের প্রয়োজনীয় কাগজপত্র বাসায়। কাগজপত্র নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম কালবেলাকে বলেন, ছিনতাইকারীদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অ

বাসে ছুরি ঠেকিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মোবাইল ছিনতাই
চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় দিনদুপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী। ছিনতাইকারীরা ছুরি ঠেকিয়ে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। রোববার (৩০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ৬নং রুটের একটি বাসে এ ঘটনা ঘটে। এ সময় ১২-১৩ সদস্যের একটি ছিনতাইকারী দল ছুরি দেখিয়ে শিক্ষার্থীর পিক্সেল- ০৭ সিরিজের মোবাইলটি ছিনিয়ে নেয়। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মুকিদুল বারী জয়। তিনি বিশ্বিবদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মুকিদুল বারীর বরাত দিয়ে তার বন্ধু মুজতবা রাফিদ কালবেলাকে বলেন, একটি কাজে আগ্রাবাদ যাওয়ার জন্য জয় নিউমার্কেট মোড় থেকে ৬নং রুটের একটি বাসে উঠে। এ সময় বাস ও আশপাশে লোকজন কম ছিল। কিছুক্ষণ পর ১২ থেকে ১৩ জনের একদল ছিনতাইকারী বাসে উঠে তার শরীরে ছুরি ঠেকিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তিনি আরও বলেন, জয়ের বাসা ক্যাম্পাসে। মোবাইলের প্রয়োজনীয় কাগজপত্র বাসায়। কাগজপত্র নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম কালবেলাকে বলেন, ছিনতাইকারীদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সম্প্রতি বাস থেকে আমরা ১২-১৩ জনকে ধরেছি। তাদের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান চলছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow