বাসের ধাক্কায় একই সঙ্গে প্রাণ হারালেন স্বামী-স্ত্রী

7 hours ago 6

বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী একই সঙ্গে নিহত হয়েছেন। রোববার (৯ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে শহরের চারমাথা কল্পনা ফিলিং স্টেশনের পাশে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার সজল রহমান (৫০) এবং তার স্ত্রী হোসনে আরা বেগম (৪৫)। তাদের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জানা যায়, সজল রহমান ও তার স্ত্রী মোটরসাইকেলে হাইওয়ের ওপর দিয়ে তিনমাথার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চারমাথা এলাকায় কল্পনা ফিলিং স্টেশনের পাশে পৌঁছলে একটি কালো মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা দুজনই ছিটকে পড়েন। তখনই পেছনে থাকা দ্রুতগামী একটি বাস সজল ও তার স্ত্রীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সজল মারা যান। পরে তার স্ত্রীকে শজিমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

তথ্যটি কালবেলাকে নিশ্চিত করে বগুড়া কুন্দারহাট হাইওয়ে পুলিশের ওসি মো. মনোয়ারুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

Read Entire Article