বাহুবলির নির্মাতার সিনেমায় প্রিয়াঙ্কা, নায়ক মহেশ বাবু

14 hours ago 5

দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারহিট নির্মাতা এস এস রাজামৌলি। ব্লকবাস্টার হিট ‌‘বা‌হুবলি’ সিরিজের দুই সিনেমা দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। এরপর তিনি নিজের কাজের মুন্সিয়ানা দেখিয়েছেন ‘আরআরআর’ সিনেমায়। তারকাবহুল সেই সিনেমা অস্কারেও বাজিমাত করেছিল।

এবার রাজামৌলি আসছেন নতুন সিনেমা নিয়ে। আর চমক জাগানিয়া খবর হলো, তার সেই সিনেমায় যুক্ত হচ্ছেন দেশি গার্লখ্যাত আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া। পিঙ্কভিলা এই তথ্য নিশ্চিত করেছে।

তাদের খবরে বলা হয়েছে, এই সিনেমা দিয়ে প্রিয়াঙ্কা ৬ বছর পর ভারতের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। তার সর্বশেষ কাজ ছিল ‌‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। এতে তিনি দক্ষিণ ভারতের আরেক সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন।

আফ্রিকান জঙ্গলে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারভিত্তিক চলচ্চিত্র হিসেবে এটি নির্মিত হবে। মুক্তি পাবে বিশ্বজুড়ে। এতে মহেশ বাবু একটি অনুসন্ধানকারী চরিত্রে অভিনয় করবেন। তার চরিত্রে দেখা যাবে লর্ড হনুমানের বৈশিষ্ট্য। প্রিয়াঙ্কার চরিত্রটি হবে শক্তিশালী এবং অ্যাকশনে ভরপুর। তার চরিত্রটিতেও কোনো এক দেবীর ছায়া দেখা যাবে।

সূত্রের মতে, রাজামৌলি দীর্ঘ ৬ মাস ধরে প্রিয়াঙ্কার সঙ্গে বৈঠক করেছেন এই সিনেমা নিয়ে। অবশেষে তাদের মধ্যে সমন্বয় ঘটেছে। পরিচালক তার সিনেমার জন্য একজন গ্লোবাল স্টার খুঁজছিলেন। আর সেই তালিকায় তার প্রথম পছন্দ ছিলেন প্রিয়াঙ্কা। অভিনেত্রীকে নিজের কাজের সঙ্গে যুক্ত করতে পেরে বেশ স্বস্তিতে আছেন রাজামৌলি।

নাম ঠিক না হওয়া সিনেমাটির শুটিং হবে ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং আফ্রিকার জঙ্গলে। আগামী বছর শুরু হওয়া শুটিং চলবে ২০২৬ সালের শেষ পর্যন্ত। ২০২৭ সালে বড় পর্দায় মুক্তির লক্ষে নেয়া হচ্ছে সব প্রস্তুতি। রাজামৌলি ডিজনি এবং সনিসহ আন্তর্জাতিক স্টুডিওগুলোর সঙ্গে এই সিনেমার প্রযোজনা ও পরিবেশনা নিয়ে আলোচনা করছেন।

এলআইএ/জেআইএম

Read Entire Article