বাড়ি ছাড়লেন মুরাদনগরের সেই নারী

2 months ago 6
কুমিল্লার মুরাদনগরে পাশবিক নির্যাতনের শিকার সেই নারী বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ফিরে গেছেন। মঙ্গলবার (০১ জুলাই) কালবেলাকে এ তথ্য জানিয়েছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান। তিনি বলেন, ‘ট্রমা কাটাতে তিনি শ্বশুরবাড়িতে ফিরে গেছেন। বৃহস্পতিবার রাতে বাবার বাড়িতে বেড়াতে এসে তিনি পাশবিকতার শিকার হন।’ স্থানীয়রা জানান, প্রতিদিন মানুষ ওই নারীর বাবার বাড়িতে ভিড় করছেন। সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও ইউটিউবারদের সাক্ষাৎকার দিতে দিতে তাদের পরিবার বিরক্ত হয়ে উঠেছেন। পাশবিক নির্যাতনের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে তাদের খোলামেলা কথা বলতে হচ্ছে। তাই ছোট দুই শিশুসহ তিনি মঙ্গলবার সকালের পর হোমনা উপজেলার শ্বশুরবাড়িতে ফিরে গেছেন। তার মা-বাবাসহ পরিবারের অন্যরাও অন্যত্র সরে গেছেন। বিব্রতকর পরিস্থিতি সামলাতেই তারা এমন ব্যবস্থা নিয়েছেন। স্থানীয়রা আরও জানান, যারা ঘটনা ঘটিয়েছেন তারাও একই গ্রামের প্রতিবেশী। তাই পুরো পাঁচকিত্তা গ্রামজুড়েই একই আলোচনা। ৫ দিনে এসব নিয়ে একঘেয়েমি এসেছে।  এদিকে মঙ্গলবার ভুক্তভোগী নারীর বাড়িতে যান বিএনপির ভাইস চেয়ারম্যান ও স্থানীয় সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি যাবেন জানতে পেরে সকালে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ভিড় বাড়ে। পরে কায়কোবাদ ভুক্তভোগী পরিবারটির পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন ও বিচার দাবি করেন। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ‘ওই নারী তার শ্বশুরবাড়ি যাবেন এমনটাই জানি। এটি তার ব্যক্তিগত ব্যাপার। তিনি বা তার পরিবার কোনো নিরাপত্তার চাননি। দরকার আছে কিনাও বলেননি। আমরা খোঁজখবর রাখছি। আসামিদের ধরতে ডিবি ও থানা পুলিশ অভিযানে আছে। নিরাপত্তার কোনো ইস্যু নেই।’
Read Entire Article