বাড়ি ফিরছিলেন রেলস্টেশন মাস্টার, ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহত

2 weeks ago 5

কক্সবাজারের চকরিয়ায় সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন রেলওয়ের রামু জংশনের সহকারী স্টেশন মাস্টার আকতার হোসেন (৪০)। এসময় তাকে ছুরিকাঘাত করে সব কিছু ছিনিয়ে নেওয়া হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে চকরিয়া-বদরখালী সড়কে শাহারবিল স্টেশন থেকে বদরখালী যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কক্সবাজার, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এবং বুধবার বিমানযোগে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

চিকিৎসকের বরাতে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কক্সবাজারের আইকনিক রেল স্টেশনের মাস্টার আতিকুর রহমান।

আহত আকতার হোসেন বদরখালী ইউনিয়নের দক্ষিণ পুকুরিয়া পাড়ার বাসিন্দা। তিনি রামু রেলওয়ে স্টেশনে সহকারী স্টেশন মাস্টার হিসেবে কর্মরত। বাম পাঁজরে ছুরিকাঘাত লাগায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পড়েছেন।

কক্সবাজার আইকনিক রেলস্টেশন মাস্টার আতিকুর রহমান বলেন, আক্তার হোসেন মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত তার স্টেশনে (রামু) দায়িত্ব পালন করেন। শুনেছি রাতে বাড়ি যাওয়ার পথে চকরিয়া-বদরখালী সড়কের ইলিশিয়া লম্বা রাস্তায় তাকে বহনকরা অটোরিকশা থামায় একদল ছিনতাইকারী। পরে তাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়া হয়।

তিনি জানান, ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া, এরপর কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পূর্বাঞ্চল রেলওয়ের প্রধান জিএম সুবুক্তগীন তাকে দেখতে যান। এরপর তার নির্দেশে পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান ও অতিরিক্ত বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. ফেরদৌস তাকে দেখতে যান। তার শারীরিক অবস্থা আরও খারাপ হলে বিমানযোগে ঢাকা এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, চকরিয়ার ইলিশিয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হওয়ার খবর পেয়েছি। এদের মধ্যে একজন রেলস্টেশন কর্মকর্তাও রয়েছেন বলে জেনেছি। এ ঘটনায় জড়িতদের চিহ্নিতের চেষ্টা চলছে।

সায়ীদ আলমগীর/জেডএইচ/জিকেএস

Read Entire Article