সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সাত দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
অভিনেত্রী জানান, শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে বাসায় ফেরেন ফারুকী। যার একটি ভিডিও ক্লিপ নিজের ফেসবুক পেজে পোস্ট করে সবাইকে ধন্যবাদ জানিয়ে তিশা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মোস্তফা সরওয়ার ফারুকী আজ সুস্থ হয়ে বাসায় ফিরলেন।’
এর আগে শনিবার (১৬ আগস্ট) কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন শারীরিকভাবে অসুস্থ পয়ে পড়েন উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে রাত সাড়ে ১০টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কক্সবাজার থেকে ঢাকায় আনা হয় তাকে। পরে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, কাজের অতিরিক্ত চাপে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।